চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা’। গত তিন বছর এটি ‘ত্বারতীলুল কোরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা নামে অনুষ্ঠিত হলেও এবার꧃ নাম পরিবর্তন করা হয়েছে। এব😼ারের আয়োজন ব্যতিক্রমধর্মী ও চমকপ্রদ রাখা হচ্ছে বলে জানা গেছে।
সোমবার (৫ ডিসেম্বর) প্রতিযোগিতা শুরু হবে।
মঙ্গলবার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন আল♊োর পথিক সমাজ সংঘে🔴র সদস্যরা।
চাঁদপুরের মতলব উত্তর এনায়েতনগর সাহেব বাজার/শহীদ লেয়াকত সরকার বাজারে বাদ আসর আলোর পথিক সমাজ সংঘের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণক🔯ারীদের মধ্যে বিজয়ীদের মাঝে মূল্যবান পুরষ্কার প্রদান করা হবে।
এতে বিচারক থাকবেন, পি এইচ পি কোরআনের আল𝓡োর বিচারক হাফেজ ক্বারী মুহাম্মদ তাসনীম আমিন ও হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাঈদ, সিনিয়র শিক্ষক, ফুলছোয়া মাদ্রাসা।
আয়োজকরা জানিয়েছে, ছাত্রদের সুপ্ত প্রতিভার বিকাশ করাই প্রতিযোগিতার মূল আকর্ষণ। এর মাধ্যমে ভবিষ্যতে দেশ ও দেশের বাইরে থেকেও ক্বারীদের নিয়ে আসার লক্ষ্য আছে। তাই আগামীতে আরও বড় ও প্রাণবন্তু 🐓আয়োজন করার চিন্তা রয়েছে।
অনুষ্ঠানে ২টি ইভেন্ট থাকবে।
ইভেন্ট -১ (মূল):
ক গ্রুপ: ৫ পারা (যে কোনো পꩵারা থেকে ক্রমানুসারে) প্রতিযোগীর বয়সসীমা ১১ বছর।
খ গ্রুপ: ২০ পারা (যে কোনো পারা থেকে ক্রমানুসারে)
প্রতিযোগীর বয়সসীমা ১৪ বছর।
ইভেন্ট -২ (ঐচ্ছিক):
* ইসলামিক কুইজ উপস্থিত জনসাধার🍸ণের জন্য (মাদꦫরাসার শিক্ষক ও ছাত্র ব্যতীত)।