ঋণ পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০৩:০৮ পিএম

নাটোরের লালপুরে ঋণ পরিশোধ করতে না পেরে 🌞আলামিন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (২৮ আগস্ট) ভো🔯র ৫টার দিকে উপজেলার কেশববাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আল-আমꦍিন একই গ্রামের কালামুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন ঋণগ্রস্ত হওয়ায় বিভিন্ন লোকজন টাকার জন্য চাপ দেয়। টাকা পরিশোধ করতে না পারায় তার স্ত্রী সুজেলা খা🐷তুন রাগ করে বাপের বাড়ি চলে যান। এতে ঋণের চাপ সইতে না পেরে পরিবারের অজান্তে ধরনার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন আলামিন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর💮্তা (ওসি) মোনায়ারুজ্জামান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।”