‘জনগণের ওপর যারা আস্থা রাখবে, তারা নির্বাচিত হবে’

ফেনী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০২:০১ পিএম

জনগণের ওপর যারা আ𓆏স্থা রাখবেন, তার🦩াই নির্বাচিত হবে বলে মন্তব্য করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।

রোববার (২৮ আগস্ট) ফুলগাজী উপজেলা হাসপাতাল ব্🙈যবস্থাপনা কমিটির সভায় সভা🔥পতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিরিন আখতার বলেন, “১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ সপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে দেᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚশবিরোধী-পাকিস্তানের প্রেতাত্মারা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। বাংলাদেশে যেন আর হত্যা ও ধ্বংস রাজনীতি না করে তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বিএনপ𒁃িকে উদ্দেশ্য করে ফেনী-১ আসনের সংসদ 🌠সদস্য আরও বলেন, “জনগণের ওপর আস্থা রাখুন। নির্বাচনে অংশ নিন। জনগণের ওপর যারা আস্থা রাখবে তারা নির্বাচিত হবেন।”

শিরিন আখতার বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন চলমান রয়েছে। উন্ℱনয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়ন করতে সবার স🐲হযোগিতা প্রয়োজন। চলমান কাজে যেন কোনো প্রকার হেরফের না হয়। সবাইকে যার যার অবস্থান থেকে সোচ্চার হয়ে দুর্নীতি ও লুটপাট থেকে জাতিকে রক্ষা করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন উপজဣেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার, বিএমএ ফেনী সভাপতি ডা. সাহেদুল আলম কাওসার, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্ꦉপনা কর্মকর্তা ডা. রুবাইয়াৎ বিন করিম।