মরিচের দাম কমলেও সবজির দাম ঊর্ধ্বমুখী

বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২, ০৬:৫৯ পিএম

সপ্তাহ𒐪ের ব্যবধানে বাজারে প্রতি কেজি সবজিতে ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে। তবে গত সপ্তাহের তুলনায় কমেছে কাঁচা মরিচের দাম।

শনিবার (২৭ আগস্ট) বিকালে যশোর♋ের শার্শার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেಌছে।

বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ🦄 বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা, গোল বেগুন ৫০-৬০ টাকা, লম্বা বেগুন ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, করোলা ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৩০-৪০ টাকা, পেঁপে বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, পটল ২৫ থেকে ৩৫ টাকা, মুলা ৪০ টাকা। এসব বাজারে আলুর দাম আগের 🐭মতই আছে।

নিজামপুর বাজার থেকে সবজি কেনা ফারুক হোসেন বলেন, “বাজারে সবকিছুর দাম অস্বাভাবিক। চাল, তেল, চ🧔িনি কোনো কিছু ক্রেতাদের নাগালে নেই। এখন সবজির দাম বাড়তে শুরু করেছে। বাজারে ভরপুর সবজি রয়েছে অথচ সবকিছুর দাম অস্বাভাবিক।”

শাড়াতলা বাজার থেকে সবজি কেনা আব্দুল কাদের বলেন, “বাজারে ১০০ টাকা নিয়ে গেলে তেমন কোনো সবজি কেনা যায় না। দুটি সবজি কিনলেই টাকা শেষ হয়ে যায়। বেশিরভাগ সবজির দাম 𓆉৫০ টাকার ওপরে।🐼 এই সময়ে সবজির এত দাম হবে কেন?”

ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “সবজির আমদানি ব্যাপ🌞ক হলেও চাহিদার সূত্রে দাম বৃদ্ধি ও ঊর্ধ্বগামী। মরিচ🍬ের দাম ছাড়া সব সবজির দামই বাড়তি।”

আরও কয়েকজন ব্যবসায়ীর দাবি, পাইকারিতেই প্রতিটি সবজি বাড়তি দামে কেনার কারণেই খুচরা দাম বেশি। আগামীতেও এভাবে দাম বাড়তে থাকবে এবং শীতের নতুন সবজির বেশি চা💖হিদা থাকার জন্য দাম আকাশ ছোঁ🦋য়া।