ময়মনসিংহের বয়ড়ায় বাত🔯 ব্যথায় আক্রান্ত প্রায় শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা উপকরণ প্রদ✤ান করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইএনডব্লিওএফ)।
শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বয়ড়ায় পাগলাবাজার এলাকায় কা⛎উন্সিলর কার্যালয়ে আশপꦡাশের গ্রাম থেকে আগত লোকদের এই সেবা দেওয়া হয়।
সেবামূলক ওই অনুষ্ঠ🐷ানে বাত-ব্যথায় কষ্ট পাওয়া প্রায় শতাধিক রোগীকে পরামর্শসহ কোমর ব্যথার করসেট, হাঁটু ব্যথার ꧃জন্য নি ক্যাপ, ঘাড় ব্যথার জন্য কলার, গরম পানির ব্যাগ এবং ব্যথানাশক ক্রিম তুলে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশের গ্রাম-গঞ্জে হাজার হাজার বাত-ব্যথায় আক্🦋রান্ত রোগী দেখা যাচ্ছে। শহরাঞ্চলে এই ধরণের চিকিৎসা থাকলেও গ্রামে খুবই অপ্রতুল। তাই এই ধরণের রোগীদের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা উপকরণ প্রদান করার জন্য ইএনডব্লিওএফ -এর উদ্যোক্তাদের ধন্যবাদ।”
এ সময় জনহিতকর এমন কর্মসূচি সকলের সহায়ত🔯ায় গ্রামে গ্রামে অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে ইএনডব্লিওএফ -এর সহ-সভাপতি ডা. দলিলুর রহমান, মহাসচিব ডা. মতিয়ার হোসেন, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজের সহ-অধ্যাপক মুহম্মদ আনোয়ার সাদাত, ফিজিওথেরাপিস্ট ডা. মাহফুজা আক্তার রাখি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. সাহেবুল ইসলাম খান রনি, অতিরিক্ত প্রকৌশলী ইঞ্জ꧒িনিয়ার মুহা. এনামুল হক, ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আমিনুল ইসলাম সোহেল, আবু বকর সিদ্দিক নীরব প্রমুখ উপস্থি🎃ত ছিলেন।