২ যুবককে মারধরের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৫:৪৬ পিএম

লালমনিরহাটের প💦াটগ্রাম উপজেলায় দুই বাংলাদেশি যুবককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিজিবি তাৎক্ষণিক প্রতিবাদ জানালে সন্ধ্যায় পতাকা বৈঠকে মিলিত হয়ে বিএসএফ এ ঘ🙈টনায় দুঃখ প্রকাশ করে।

ভুক্তভোগি দুই যুবকর হলেন নীলফামারীর ডিমলার দক্ষিඣণ খড়িবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে জয়নাল আবেদীন (৩২) ও একই এলাকার রশিদুল ইসলামের ছেলে আল মামুন (৩০)।

সোমবার জয়নাল আবেদীন (৩২) ও আল মামুন (৩০) ভুল করে ভারতীয় তিনবিঘা করিডর গেট ও সড়ক ট্রাফিক পয়েন্টের বাম দিকের সড়ক 𓂃হয়ে প্রায় একশ গজ ভেতরে মোটরস༺াইকেল নিয়ে ঢুকে পড়ে।

এসময় ভারতীয় তিনবিঘা ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা ওই দুই বাংলাদেশিকে আটক𝄹 করে। পরে রাইফেল দ🃏িয়ে এলোপাতাড়ি মারধর করে আহত অবস্থায় তাদের ছেড়ে দেয়।

আহত দুজন তিনবিঘা করিডর পানবাড়ি চেকপোস্টে এসে দায়িত্বরত বিজিবি সদস্যদের এ ঘটনা জানান। বিজিবি তাৎক্ღ൩ষণিক বাংলাদেশি দুই যুবককে মারধরের প্রতিবাদ করে ও পতাকা বৈঠকের আহ্বান জানায়।

৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বলেন, “ভুল করে বাংলা✱দেশি যুবকের প্রবেশ ও বিএসএফের এমন আচরণের ঘটনায় প্রতিবাদ জানিয়েছি। এ ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।”

২০১১ সালের ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি ও আলোচনার মাধ্যমে আলোচিত তিনবিঘা করিডর গেট ২৪ ঘণ্টা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।