রাঙামাটি জেলার লংগদু উপজেলার ছোট কাট্টলী এলাকায় প্রতিপ🌃ক্ষের গুলিতে শ্যামল চাকমা (৪৫) নামের এক ইউপিডিএফ কর্মী নিহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবারে (২৩ আগস্ট෴) রাত ৮টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলি🐬শ।
এদিকে ইউপিডিএফ বলছে, ছোট ♐কাট্টলীতে অবস্থানকালে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির কর্মীদের (জেএসএস) গুলিতে ইউপিডিএফে🐠র একজন নিহত হয়েছেন।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মুখপাত্র অংগ্য মারমা ꦚবলেন, “ছোট কাট্টলীতে ইউপিডিএফের কর্মীরা অবস্থানকালে জেএসএসের একদল হামলা করে। এতে গুলিতে ৪৫ বছরের শ্যামল চাকমা নামে একজন সহযোদ্ধা মারা গেছ𒊎েন।”
লংগদু থানার ওসি (তদন্ত) সানজিদ আহমেদ বলেন, “গোলাগুলির ঘটনা আমরাও শুনেছি। সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের🎀 দিকে যাচ্ছে। হতাহতের বিষয়ে নিশ্চিত নই।”
গোলাগুলি🙈র ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য বলেন, ছোট কাট্টলী মোন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে নিহতের বিষয়টি এখনো জানি না। শুনেছি ইউপিডিএফ গ্রুপের একজন নিহত হয়েছে। তবে সঠিক কিনা জানি না। সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যাবে। তাদের জন্য অপেক্ষা করতেছি। ঘটনাস্থলে গেলে তবে বিস্তারিত জানা যাবে।”