ভোলায় পণ্যবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরি🐈কশার মুখোমুখি সংঘর্ষে ইসমাইল টিপু নামের এক ﷺবিজিবি সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহꦓত বিজিবি সদস্য ইসমাইল টিপুর বাড়ি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্র🍃ামে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির খাগড়াছড়ি মারোশিয়া ব্যাটেলিয়ন ২৭ এর ল্যান্স নায়েক ইসমাইল টিপু তার কর্মস্থল থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসার পথে ইলিশার হাট এলাকায় দুর্ঘটনার শিকার হন। এ সময় তিনি অটোরিকশায় ছিলেন। হঠাৎ করে একটি ট্রাকের সঙ্গে তার অটোরিকশার সংঘর্ষ ঘটলে ঘটনাস্⛄থলেই তিনি মারা যান। এ ঘটনায় আহত অটোরিকশার চালকসহ অন্য পাঁচজনকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট💙্রাক ও এর হেলপারকে আটক করা গেলেও চালক পাജলিয়ে গেছেন। এ ঘটনায় মামলা করা হয়েছে।