ভোলায় চালের আড়তে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা জরিম✃ানা আদায় করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার জেলাꦏ কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে সদর উপজেলার ইলিশা বাসস্ট্যান্ড, সদর রোড ও খালপাড়েღ নিত্যপণ্যের দোকান, চালের আড়ত ও জ্বালানি তেলের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় মূল্য তালিকা, ক্রয় ভাউচার, মূল্যে কারসাজিসহ ভোক্তা অধিকার বিরোধী কাজ করায় ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে চাকলাদার ট্রেডার্সকে দুই হাজার টাকা, হাওলাদার রাইসকে তিন হাজার টাকা, মেসার্স সাদেক ট্রেডার্সকে দুই হাজার টাকা, মেসার্স নোয়ার এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
চাল ব্যবসায়ীরা জানান, চালের বাজার এখন কমের দিকে। তাই তারা আগের বেশি দামের চাল ক⛦ম দামে বিক্রয় করে লোকসান দিচ্ছেন। চালের বাজার অস্থির হওয়ার পেছনে মিল মালিকেরা দায়ী। তারাই মূল্য কারসাজি করেন ও ক্রয় ভাউচার দেন না। বাজারে বেচাকেনাও কম।
এছাড়াও জ্বালানি তেলের মাপযন্🅷ত্রে কারচুপির প্রমাণ পাওয়ায় ইলিশা বাসস্ট্যান্ড সংল🐈গ্ন মেসার্স আজিম ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে বাজার তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে 🔥জানান ভোক্তা অধিকার ভোলার সহকারী পরিচালক মাহমুদুল হাসান൩।