ধর্ম নিয়ে বিতর্কের জেরে সহকর্মীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২২, ২০২২, ০৯:১০ এএম

নরসিংদীর মনোহরদী♈তে ধর্মীয় আদর্শের বিষয়ে তর্কের জেরে আবুল কালা﷽ম আজাদ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ এসেছে।

রোববার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার গোতꦿাশিয়া ইউনিয়নের নামা গোত🤪াশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত বিলꩲ্লাল হোসেনকে (৩৮) আটক করে পুলিশে 🐼দিয়েছেন স্থানীয়রা।

নিহত আবুল কালাম আজাদ গোতাশিয়া ইউনিয়নের ঠেকেরকান্দ💮া ♎এলাকার আবদুস ছাত্তারের ছেলে। আটক বিল্লাল হোসেন একই ইউনিয়নের নামা গোতাশিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানী🍃য়রা জানান, বিল্লাল হোসেন রঙের ঠিকাদারির কাজ করেন। তার সঙ্গেই কাজ করেন আজাদ। কিছুদিন ধরে দুইজনের মধ্যে ধর্মীয় আদর্শ (মারফতি) বিষয় নিয়ে তর্ক চলছিল। রোববার দুপুরে বাড়িতে দুজন একসঙ্গে খাবার খান। পরে বাড়ির পাশে আড্ডা দেওয়ার এক পর্যায়ে বিল্লাল দা দিয়ে আজাদের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই আজাদ মারা যান। স্থানীয়রা বিল্লালকে আটক করে পুলিশকে খবর দেন।

মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিষয়টি 🤡নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।