কোমরে মিলল ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২, ০৪:১২ পিএম

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ১ কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭ཧটি সোনার বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মোনতাজ হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে শার্শার রুদ্রপুর🌜 সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হবে, এমন খবর পেয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকার প্রধান সড়কেꦛ অভিযান চালিয়ে মোনতাজ হোসেন নামের একজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার কোমরে বিশেষ কায়দা লুকিয়ে রাখা এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭ পিস সোনার বার জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় এক কোটি ৬০ লাখ টাকা।

এ নিয়ে খুলনা ২১ বর্ডার গার্ড গত ছয় মাসে 💃ভারতে পাচারের সময় প্রায় ১০ কেজি সোনা জব্দ করেছে। এ সময় ৬ জ🐬নকে আটক করা হয়। জব্দ স্বর্ণের সিজার মূল্য ছিল সাড়ে ৭ কোটি টাকার ওপরে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিন༒ায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) বলেন, আটক মোনতাজের ছেলের তথ্যমতে জব্দ করা সোনা পুটখালী গ্রা🎉মের স্বর্ণ ব্যবসায়ী নাছিরের ভাই জসিমের। স্বর্ণসহ আটক আসামি মোনতাজকে স্বর্ণ পাচারের মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

স্বর্ণসহ চোরাচালানি পাচার রোধকল্পে খুলনা ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোর♛দার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে বলে জানান তানভীর রহমান।