চা-বাগানের টিলা ধসে নিহত ৪

মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২, ০১:২৯ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের টিলা ধসে চার শ্রমিক নিহত হয়েছ𒊎েন।

শুক্রবার (১৯ আগস্ট) দু🔴𒈔পুরে শ্রীমঙ্গল লাখাইছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অরুণ মাহালীর স্ত্রী রাধামনি মাহালী, স্বপন ভূমিজের স্ত🦩্রী হীরা 🅰রানী ভূমিজ, মিথুন ভূমিজের স্ত্রী রীনা ভূমিজ ও রিপন ভূমিজের স্ত্রী পূর্ণিমা ভূমিজ।

আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজে🍸লার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্ম𝕴কর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, টিলা ধসের ঘটনায় চারজন চা-শ্রমিক মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে ꦅযাচ্ছে।