এক তরমুজের দাম ৫ হাজার টাকা!

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ০৯:৩৭ পিএম

জামালপুরের মাদারগঞ্জে একটি তরম𝕴ুজ নিলামে বিক্রি করা হলো পাঁচ হাজার ট✤াকায়।

বুধবার (১৭ আগস্ট) পৌর শহরের আব্দুল আলী মির্জা কাশেম ফাজিল (ডি🍒গ্রি) মাদরাসায় একটি নিলামের আয়োজনে তরমুজটি বিক্রি করা হয়। তরমুজটি কি𓄧নে নেন ওই মাদরাসার সহকারী অধ্যাপক আশরাফুন নিসা ফাহিমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ আব্দুল আলꦜী মির্জা কাশেম ফাজিল (ডিগ্রি) মাদরাসার মাঠে বেড়ে ওঠা একটি গাছে ওই তরমুজটি ধরে। খাওয়ার উপযোগী হলে বুধবার সকালে মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব গোলাম রব্বানী তরমুজটি বিক্রির জন্য নিলাম ডাকেন। পরে ১০ শিক্ষক দাম ডাকেন। শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকায় কিনে নেন সহকারী অধ্যাপক আশরাফুন নিসা ফাহিমা।

নিলামের বিষয়ে মাদꦿরাসার অধ্যক্ষ আলহাজ্ব গোলাম রব্বানী🀅 বলেন, “আমাদের প্রতিষ্ঠানে তরমুজের গাছটি বেড়ে উঠে এবং তাতে তরমুজ ধরলে তা নিলামের মাধ্যমে পাঁচ হাজার টাকায় বিক্রি করে মাদরাসার ক্যাশে জমা করা হয়। এই টাকা মাদরাসার উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।”