আ.লীগ কার্যালয়ে তবারক নিয়ে সংঘর্ষ, ৪ জনকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ০৮:৫৯ এএম

নড়াইলে মিলাদের তবারক নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের চার নেতা-কর্মীকে কুপিয়🔯ে জখম করেছে প্রতিপক্ষꦆ।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার পরে জেলཧা আওয়ামী লীগ কা💞র্যালয়ে এই সংঘর্ষ বাধে।

সংঘর্ষে ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি🍰 রিয়াজুল ইসলাম সজল, স্বেচ্ছাসেবক লীগ কর্মী তৌহিদুর রহমান সাগর, মো🐽. ফারুক হোসেন ও নাহিদ হোসেন কুপিয়ে জখম করা হয়। আহতরা সবাই নড়াইল সদর হাসপাতালে ভর্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আঞ্জুমান আরার স্বামী সিদ্দিকুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সন্ধ্যায় পালিত হয়। মিলাদ শেষে তবারক নিয়ে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বোরജহানღ উদ্দিনের সঙ্গে ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিয়াজুল ইসলাম সজলের কথা-কাটাকাটি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।

নড়াইলের পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম🌼্পাদক আঞ্জুমান আরা চারজন আহতের কথা স্বীকার করলেও মিলাদের তবারকের বিষয়টি অস্বীকার করে ঘটনায় কারা জড়িত তা বলতে রাজি হননি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো🃏. শামীমূর রহমান বলেন, আহতরা সবাই চিকিৎসাধীন।&nꩲbsp;