যশোরে ৩৫ বোতল ফেনসিডিলসহ নজরুল ইসলাম সাকিব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দღকৃত ফেনসিডিলের আনুমানিౠক মূল্য ৭০ হাজার টাকা।
শনিবার স🌼কাল ৮টার দিকে যশোর ডিবি পুলিশের এসআই মো. শফি আহমেদ রিয়েলের নেতৃত্বে বেনাপোল থানাধীন শিকড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সাকিব বেনাপোল গাতিপাড়া গ্রামের বাবলু মোড়লের ছেলে।
এসআই শফি উদ্দিন রিয়েল জানান, গোপন সংবাদের ভিত্তি🍸তে বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী গ্রামের মতির বাড়ির সামনে রাস্তায় সাকিবের মটরসাইকেল দাঁড় করিয়ে তাকে তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সাকিবের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। আটকৃতকে যশোর কোর্ট হেফাজতে পাঠানো হয়েছে।