নওগাঁর মহাদেবপুরে মাইক্র💛োবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক আহত হয়েছেন।
শনিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে মহাদেবপুরের রাণীপুকুর এলাকার ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরের উত্তর পার্শ্বে বালুব𝐆াহী একটি ট্রাক্টরকে সাইট দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার মা❀ন্দা উপজেলার কুলিহার গ🔯্রামের শিমুল হোসেন ও তার স্ত্রী জিনিয়া আক্তার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে মান্দা উপজেলার কুলিহার থেকে প্রাইভেট কারে চড়ে নওগাঁয় আসছিলেন ওই স্বামী- স্ত্রী। পথে ঘটনাস্থলে আসলে একটি মাটিবাহী ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন ও আহত ড্রাইভারকে হাসপাতালে ভ🎀র্তি করেন।
পরবর্তীতে ফ༒ায়ার সার্ভিসের একটি ট♍িম গিয়ে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন 🍰মহাদেবপুর থানার অফিস✃ার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ।