টাওয়ারে আটকা পড়া কিশোর ৪ ঘণ্টা পর উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০২:১০ পিএম

নেত্রকোনায় মোবাইল অপারেটর গ্রামীণফোনের টাওয়ারে আটকে যাওয়া কিꦡশোরকে চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে ওই কিশোরকে উদ্ধার করেন।

ওই কিশোরের নাম মোহাম্মদ। সে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। সে মাদ্রাসাতুল আরকান নামের একটি মাদ্রা𓆏সার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকালে মোহাম্মদ গ্রামীণফোন টাওয়ারের ওপর উঠে বসে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থ❀লে উপস্থিত হয়। দীর্ঘ সময় চেষ্টা করলে সে নিচে নেমে না আসায় শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা ওপরে উঠে শিশুটিকে নিচে নামান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর সার্কেল,ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন বলেন, “আমরা টাওয়ারে আটকে🔯 পড়া কিশোরকে নিরাপদে নামিয়ে এনেছি। পরে ত🧜াকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”