বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৭, ২০২২, ০৭:২৫ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এল𒁏াকায় ডিউটিরত অবস্থায় চলন্ত বাসের ধাক্কায় হাইওয়ে পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক পুলিশ সদস্য আহত হন।

শনিবার (৬ আগস্ট) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন (২৫) ঢা൲কার ধামরাই থানার কান্দাপাড়া গ্রামের মো. শাজাহানের ছেলে। মনির গোড়াই হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় মনির হোসেন দায়িত্ব পালন করছিলেন। এ সময় পুলিশের গাড়িতে পেছন থেকে একটি চলন্ত বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কনস্টেবল মনির হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।