বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০৫:২৪ পিএম

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে মনোয়ারুল রাশেদ নামের এক যুবকের মৃ✱ত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

রাশেদ ওই গ্রামের আব্দুসℱ সাত্তারের একমাত্র ছেলে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, মনোয়ারুল রাশেদ গ্রামের বাড়িতে মাছ চাষ করতেন। মাছের খাবার দিতে সকালে পুকুরে নামছিলেন রাশেদ, ঠিক তখনই পুকুরঘাটে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে যান তিনি। কিছু পরে আশপাশের লোকজন পানিতে ভেসে থাকা রাশেদের দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।