বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০৮:৪৪ এএম

ডলারের মূল্য বৃদ্ধির ফলে লোকসানের আশঙ♍্কায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে মালামাল আমদানি কমিয়েছ♓েন ব্যবসায়ীরা। এতে বন্দরের ব্যবসায় পড়েছে ভাটা, কমছে সরকারের রাজস্ব আদায়।

জানা গেছে, টাকার বিপরীতে দফায় দফায় ডলারের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ডলারের মূল্য স্থিতিশীল না হওয়ায় ভারত থেকে পণ্য আমদানি করতে সাহꦜস পাচ্ছেন না বন্দরের ব্যবসায়ীরা। তবে কিছু ব্যবসায়ী গম, ভুট্টা ও পাথর আমদানি অব্যাহত রেখেছেন।

সরেজমিনে বুড়িমারী স্থলবন্দরে গিয়ে জানা গেছে, বন্দর ইয়ার্ডে ভারতীয় ট্রাক থেকে গম, ♔ভুট্টা, পাথর খালাস করে বাংলাদেশি ট্রাকে তুলছেন শ্রমিকরা। এদিকে কম🐻 মালামাল প্রবেশ করায় অনেক শ্রমিক না পেয়ে বসে অলস সময় কাটাচ্ছেন।

এ সময় শ্রমিকরা বলেন, পরিবার নিয়ে চিন্তায় আছি। বুড়িমা♈রী স্থলবন্দরে আগের মতো কাজ নেই। ভারত থেকে ট্রাক আসে না, তাই বসে বসে সময় পার করছি।

বুড়িমারী স্থলবন্দ🅷রের সিএনএফ ব্যবসায়ী বকুল হোসেন বলেন, “ডলারের মূল্য স্থিতিশীল না হওয়ায় ব্যবসায়ীরা শঙ্কায় রয়েছেন। মূল্য স্থিতিশীল হ🏅লে বন্দরে আবারও ব্যবসা-বাণিজ্যে প্রাণ ফিরে আসবে।”

বন্দরের সিএনএফ ব্যবসায়ী লিটন মিয়া বলেন, “ডলারের মূল্য বৃদ্ধির কারণে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে আমরা মালামালের এলসি ফেরত নিচ্ছি। কারণ বেশি দামে মাল কিনে বাংলাদেশে এনে লোকসানের মুখে পড়তে হবে। এতে অনেকেই ব্যবসা গুটিয়ে নিয়েছেন। ডলারের মূল্য কমে গেল𒁏ে ফের ব্যবসা শুরু করবেন ব্যবসায়ীরা।”

বু🔯ড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার (এসি) জে এম আলী আহসান বলেন, “দফায় দফায় ডলারের দাম বৃদ্ধিতে ব্যবসায়ীরা পণ্য আমদানি করছেন না। ভারত থেকে পণ্য আমদানি করলে লোকসানের মুখে পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা।”