‘বাবা মারা গেছেন, তাই আম্মুর জন্য পাত্র খুঁজছি’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ০৫:৩৫ পিএম

দুই বছর আগে স্বামী মারা যাওয়ার পর ডলি আক্তার নামের এক নারী অনেকটা একা হয়ে পড়েছেন। দুই ছেলেও মাকে যথেষ্ট সময় দিতে পারেন না। তবে তারা মাকে বাকিটা জীবন ভালো রাখতে চান। তাই মায়ের সম্মতꦦি নিয়ে পাত্র খুঁজছেন সন্তানরা। এ জন্য ফেসবুকে ব🍃িজ্ঞপ্তিও দিয়েছেন তারা।

মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞপ্তিটি পোস্ট করেছেন ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ঘোষপাড়ার বাসিন্দা মোহাম্মদ অপূর্ব। তি🗹নি ‘জি অ্যান্ড টেক’ নামের একটি অনলাইন পেজের মাধ্যমে ব্যবসা করছেন। তার বড় ভাই মোহাম্মদ ইমরান হোসেনও ব্যবসা করেন।

ইমরান ও অপূর্বের বাবা ঈয়াদ আলী। তিনি দুই বছর আগে🦂 মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মা ডলি আক্তারের বয়স এখন ৪২। পড়াশোনা করেছেন অষ্টম✃ শ্রেণি পর্যন্ত।

শনিবার (৩০ জুলাই) রাত পৌনে ১০টার দিকে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার ‘বিসিসিবি মেট্রিমনিয়াল : হেভেনলি ম্যাচ’ নামের ফেসবুক গ্রুপে মায়ের জন্য পাত্♉র চেয়ে বিজ্ঞপ্তি পোস্ট করেন অপূর্ব।

বিজ্ঞপ্তিতে অপূর্ব লিখেছেন, “বাবা মারা গেছেন। তাই𒐪 আম্মুর সম্মতিতে পাত্র খুঁজছি।”

মায়ের জন্য কেমন পাত্র চান, তা-ও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে আরও লিখেছেন, “মায়ের সঙ্গে মানানসই পাত্র চাই। পাত্র ঢাকার আশপাশের হলে ভালো হয়। শিক্💯ষাগত যোগ্যতা কম হলে সমস্যা নেই। পাত্রের পেশꦦা চাকরি বা ব্যবসা—যেকোনোটা হতে পারে। ধর্মকর্ম করার পাশাপাশি পাত্রকে সাদামাটা হতে হবে। যিনি মায়ের জীবনের বাকি চলার পথের সঙ্গী হতে পারবেন। পাত্রের বয়স ৪২ থেকে ৫০ বছরের মধ্যে হলে ভালো হয়।”

বিজ্ঞপ্তি শেষ করা হয়েছে এভাবে, “পারিবারিকভাবে🌌ই মায়ের বিয়ে দিতে ইচ্ছুক।”

বিজ্ঞপ্তির সঙ্গে মা-ছেলে ও মায়ের এ🗹কার ছবি যুক্▨ত করা হয়েছে।