দীর্ঘ ১০ বছর পর লালমনিরহ꧒াট পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন অ🍨নুষ্ঠিত হয়।
সম্মেলন শেষে কোনো প্রতিদ্বন্দ্বী না ꦰথাকায় আগামী তিন বছরের জন্য আগের সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক কাজী ন♊জরুল ইসলাম তপনকে আবারও সভাপতি-সম্পাদক ঘোষণা করা হয়।
লালমনিরহাট পৌর আওয়া꧋মী লীগের আয়োজনে সম্মেলনে প্রধান🍸 অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য মোতাহার হোসেন।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতি𝄹থি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসে꧟ন বাদল, গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক।
২০১০ সালে সম্ম🔯েলনের মধ্যদিয়ে লালমনিরহাট পৌর আওয়ামী লীগের কমিটি করা হয়।