দেওয়ানগঞ্জ পৌরসভায় নুরুন্নবী অপু মেয়র নির্বাচিত

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ০৯:১৪ পিএম

দেওয়ানগঞ্জ পৌরসভায় ৭ হাজার ৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী (জগ)। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিসেস ফারিন ♒হোসেন (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৭🌺৩২ ভোট।

বুধবার (২৭ জুলꦬাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

অন্য প্রার্থীদের মধ্যে শাহনেওয়াজ শাহানশাহ স্বতন﷽্ত্র নারিকেল গাছ প্রতীকে প্রাপ্ত ভোট ৩ হাজার ৪৫২, সাদেক আকতার নিয়াজীর ধানের শীষ প্রতীকে প্রাপ্ত ভোট ২ হাজার ৩১২ ও আবুল কালাম আজাদ মোবাইল ফোন নিয়ে ৩৪৮ ভোট পেয়েছেন।

অপরদিকে কাউন্ཧসিলর হিসেবে নুরে আলম সিদ্দিকি জুয়েল, ফরহাদ হোসেন, রকানন মিয়া, আব্দুস সালাম খোকা, বিপ্লব, মাসুদ, আমিনুল, ওয়াসিম মন্ডল ও আব্দুল মান্নান মোল্লা নির্বাচিত হয়েছেন।

এছাড়াও মহিলা কাউন্স♒িলর হিসেবে শাহিনা আক্তা🥂র, আরিফা আক্তার ও রেনু আক্তার নিবাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা আনুষ্ঠানিকভাবে🎀 এ ফলাফল ঘোষণা করেন।

দেওয়ানগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ১৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৮৫ জন। নারী ভোটার ১৫ হাজার⛎ ৪৪৭ জন। প্র🦩ার্থীর সংখ্যা ৬৩ জন। এর মধ্যে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন।