ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২২, ০৩:০৯ পিএম

নেত্রকোনায় ট্রাকচাপায় অটোরিকশা ২ যাত্ꦕরী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (২৫ জুলাই) সকা𝐆ল সোয়া ৭টার দিকে শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কে মহিষবেগ নাম𝓰ক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের জাহির উদ্দিনের ছেলে সুরুজ আলী (৬৫) ও একই উপজেলার গৌরাকান্দা গ্রামের আ♊ব্দুর রাজ্জাকের ছেলে শা𝓰হজাহান (৩০)।

পুলিশ জানায়, সকালে পূর্বধলার হামিদপুর থেকে একটি অটোরিকশা তিন যাত্রীসহ শ্যামগঞ্জের দিকে আসার পথে মহিষবেগ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিলে ঘটন🔯াস্থলেই অটোরিকশা যাত্রী সুরুজ আলী মারা যান। গুরুতর আহত অপর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শাহজাহান নামের এক যাত্রী মারা যান। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ আ𓆏রও জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে 🦋যান। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।