দুদকের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নড়াইল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৪, ২০২২, ০৬:০৫ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় কাশিপুর ইউপি চেয়ারম্যান মো.༒ মতিয়ার রহমান ও মো. শাহাবুর রহমান নামের এক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মামলার অপর আসামি খাদ্যগুদাম কর্মকর্তা কামরান হোসেন হাজিরা দেননি।

রোববার (২৪জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল⛄ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ মোহা. আমীনুল ইসলাম আসামিদের জামিন ব🍎াতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৯ মে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন যশোর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন। এরপ𒅌র আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নেন। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ২৩ জুলাই জামিনের দিন শেষ হলে নি🉐ম্ন আদালতে হাজিরা দেন চেয়ারম্যান ও ব্যবসায়ী।

২০১৯ সালে ঈদুল আজহায় গরীব মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ৪১.৫ মে✤ট্রিকটন চাল চাল থেকে ৩.৬ মেট্রিকটন চাল বিক্রি করা হয় ব্যবসায়ী💛 মো. শাহাবুর রহমানের কাছে। ৯ আগস্ট দুপুরে খাদ্যগুদাম থেকে এই চাল বের হয়ে গেলে নড়াইল-যশোর সড়কের সারুলিয়া চায়না প্রজক্টের সামনে থেকে পুলিশ চুরি হওয়া ১২০ চাল জব্দ করে।