বয়লার বিস্ফোরণ শ্রমিক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৪, ২০২২, ০২:৫৪ পিএম

চুꦦয়াডাঙ্গার জীবননগরে বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন নামের (২২) এক♕ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে জীবননগর উপজেলার পিয়ারাতলা নামক স্থানে মা-বাবা এগ্রো ফুডে এ ঘটনা ঘꦗটে।

নিহত ফয়সাল হোসেন জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কামাল হোসেনে♌র ছেলে এবং মা-বাবা এগ্রো ফুﷺডের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী মো. রাকিব হাসান জানান, ফয়সাল হোসেন রোববার বেলা পৌনে ১২টার দিকে মা-বাবা এগ্রো ফুডের পুরাতন একটি বয়লার মেরামতের কাজ করছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত বয়ল🐲ারের আঘাতে ফয়সাল হোসেন ঘটনাস্থলেই মারা যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দ🍌ুল খালেক জানান, জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।