বিয়ে হলো, বাসর হলো না জিমামের

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২২, ০৩:৩২ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাকসুদুর রহমান জিমাম নামে এক যুবকের বিয়ে হলেও বাসর হয়নি। শুক্রবার (২২ জুলাই) ছিল তার বাসর রাত। কিন্তু ওইদিন রাতে পানি🌌তে ডুবে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ছমির আলী।

জিমাম সুনামগ❀ঞ্জ পৌর শহরের আরপিন নগরের বাসিন্দা মো. মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মাকসুদুর রহমান জিমাম বৃহস্পতিবার (২১ জুলাই) নিজ বাড়ি থেকে পালিয়ে গিয়ে জেলার ছাতক উপজেলার বাতিরকান্দি গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। তাদের মধ্যে পꦛ্রেমের সম্পর্ক ছিল। জ🌺িমাম স্ত্রীকে নিয়ে শুক্রবার (২২ জুলাই) দোয়ারাবাজারের পলিরচর গ্রামের আকবর আলীর বাড়িতে রাত্রিযাপনের জন্য আশ্রয় নেন। শুক্রবার তার বাসর রাত ছিল। রাতে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান জিমাম। তিনি সাঁতার জানতেন না।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল 🦂ধর বলেন𒀰, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, “শুনেছি ভালোবেসে তারা বিয়ে করেছিলেন। গোসল শেষে পꦡুকুর ঘাটে উঠার সময় হোঁচট খেয়ে পানিতে পরে গেলে সাঁতার না জানায় তলিয়ে যান জিমাম।”