ট্রাকের চাপায় প্রাণ গেল শাহানাজের

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২২, ০৭:৩২ পিএম

পঞ্চগড়ে 👍স্বামীর সঙ্গে মোটরসাইকেল করে দাওয়াত খেতে গিয়ে ট্রাকের চাপায় শাহানাজ প𓆏ারভিন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) বিকালে পঞ্চগড় সদরের ধাক্কামারা এলাকা🍎য় করতোয়া পেট্রল পাম্পে🍒র সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহানাজ দিনাজপুরের ২নং উপশহরের সুমন আলীর স্ত্রী। সুমন পঞ্চগড়ে সন্ধানী লাইফ ইন🥃সুরেন্সে একাউন্টেন পদে চাকরি করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ধাক্কামারা এলাকায় দাওয়াত অনুষ্ঠানে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন শাহানাজ। একসময় তারা করতোয়া পেট্রল পাম্পের সামনে মহাসড়কে একটি ট্রাকের পাশ কেটে সামনে যাচ্ছিল। হঠাৎ একটি অটো তাদের সামনে চলে আসলে সুমন হার্ডব্রেক করেন। এতে মোটরসাইকেল নিয়ে দুইজন পড়ে গেলে পেছনে থাকা একটি পাথর বোঝাই ট্রাক মোটরসাইকেলসহ শাহানাজের দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। দ্রুত স্থানীয়দের সহযোগীতায় তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হয়। পরে রংপুরে নেওয়ার পথে তার💃 মৃꦗত্যু হয়।

পঞ্চগড়𝄹 সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (💧ওসি) আব্দুল লতিফ মিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।