চাকরির প্রলোভনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ০২:৪০ পিএম

পটুয়াখালীর গলাচিপায় চাকরির প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভি♓যোগে দুইজনকে গꦗ্রেপ্তার করেছে পুলিশ।

ꩵবুধবা🦋র (২০ জুলাই) সন্ধ্যায় গোলখালী ইউনিয়নের হরিদেবপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ♑্রেপ্তাররা হলেন রিয়াজ হাওলাদার (৩০) ও রাব্বী গাজী (৩𝕴৫)। তাদের বাড়ি ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে।  

এ ঘটনায় ওই ক꧟💯িশোরীর মা গলাচিপা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ওই দুই যুবক গজালিয়া ইউনিয়নের চর ඣচন্দ্রাইল গ্রামের ওই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যান। সেখানে দুদিন থাকার পর চাকরি না দিয়ে বুধবার সকালে ফের গলাচিপা নিয়ে আসেন। পরে বিকেলে গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের একটি ফাঁকা বা🌜ড়িতে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই কিশোরী পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নিলে পুলিশে খবর দেয়।

গলাচিপা থানার ভ🎀ারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়ে♓ছি। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।”