শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২২, ০৭:১৭ পিএম

শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযওোগে নড়াইলের কালিয়ায় মো. হোসাইন মোল্যা (২৭) ন💫ামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে উপজ🧔েলার নড়াগাতি 🅺থানার রামপুরা পূর্ব-পশ্চিমপাড়া জামে মসজিদের মক্তবে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

হোসাইন গোপালগঞ্জ স🐼♒দর উপজেলার সুলতানশাহী গ্রামের ফোরকান মোল্যার ছেলে।

পুলিশ জানায়, হোসাইন দুই বছর আগে ম♕সজিদটিতে ইমাম হিসাবে নিয়োগ পান। সেই থেকে তিনি মক্তব খুলে শিশু ছেলে-মেয়েদের আরবি  শিক্ষাদান শুরু করেন। মঙ্গলবার সকালে মক্তব ছুটি পর ওই শিশুকে তার শয়নকক্ষক ঝাড়ু দিয়ে যেতে বলেন। ওই সময়ই ধর্ষণের চেষ্টা চালান হোসাইন। ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন 🧔এসে তাকে উদ্ধার করে। পরে ওই ইমামকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। ঘটনার দিন দুপুরে ওই শিশুর বাবা বাদী মামলা করেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও🌜সি) সুকান্ত সাহা বলেছেন, গ্রেপ্তার ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে। ত﷽াকে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।