বজ্রপাতে ইউপি সচিবের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২২, ০৫:৫২ পিএম

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউন💯িয়নে বজ্রপাতে ইউপি সচিব জয় চাকমার (৩৩) মৃত্যু হয়েছে। তিনি নানিয়ারচর বুড়িঘাট ইউনিয়নের নানাক্রুম এলাকার সত্য লাল চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে নিজ বাসায় ল্যাপটপে কাজ করার সময় বজ্রপাতের আহত হয়। পরে তাৎক্ষণিক তাকে রাঙামাটি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৯ টার দিকে তাকে কর্তব্যরত চিকিৎসক 
মৃত ঘোষণা করেন।

নানিয়ারচর থানার এস আই মান্নান হোসেন নিহতের ෴বিষয়টি নি꧒শ্চিত করেছেন।