রাজশাহীর মোহনপুর উপজেলার রাজশাহ𒉰ী-নওগাঁ মহাসড়কে বাসচাপায় জুয়েল রানা (৩১) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার স্ত্রী সুলতানা বেগম রুমা (২৬)। মুমূর্ষু অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (১৬ জুল♋াই) সকাল সাড়ে ১০টা দিকে উপꦡজেলার সাঁকোয়া রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত পুলিশ সদস্য জুয়েল রানা নওগাঁ জেলার মান্দা উপজেলার ৯ নম্বর তেতুলিয়া ইউনিয়নের কুরকুটি গ্রামের মহিবুর রহমানের ছেলে। তিনি ব🥀গুড়া জেলার আদমদিঘি থানায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। ঈদ উদযাপন করতে ছুটিতে বাড়িতে এসেছিলেন।
মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, জুয়েল রানা তার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্রই রাজশাহী থেকে আসা নওগাঁগামী (শিশির স্পেশাল ঢাকা মেট্রো ব-১৪-৬১৮৭) বাসের চাপায় পুলিশ সদস্য ঘটনাস্থলেই তিনি নিহত হয়। সঙ্গে থাকা স্ত্রী সুলতান🐟া বেগম রুমা গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত রুমাকে উদ্ধার করে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ন🦩িয়ে যান। প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হয়।
এদিকে, 🌟দুর্ঘটনার পর বাস চালক কেশরহাট তেল পাম্পের সামনে বাস রেখে পালিয়ে গেলে মোহনপুর থানা পুলিশ বাসটি 🔯জব্দ করে থানায় নিয়ে যান।
মোহনপুর🌼 থা🌱নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও গাড়ি জব্দ করা হয়েছে।”