গাইবান্ধার সুন্দরগঞ্জের আইভি পরিবহনের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রফমানের একমাত্র ছেলে শাহরিয়ার রহমান শিহাবকে (১৪) বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতের আধারে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। এরপর শুক্রব🌠ার (১৫ জুলাই) বিকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জ♍ানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাসায় যাওয়ার পথে অপহরণের শিকার হয় শিহাব। অনেক খোঁজাখুঁজির পর শিহাবের কোনো সন্ধান না মিললে থানায় সাধারণ ডায়েরﷺি করে পরিবারের লোকজন।
শুক্রবার বিকেল তিনটার দিকে লালচামারের চর সংলগ্ন নদী থেকে শিহাবের মরদেহ দেখতে পেয়ꦕে সুন্দরগঞ্জ থানা পুলিশকে খবর দেয় ওই এলাকাবা🀅সী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ൩(তদন্ত) এমএ আজিজ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্কুল শিক্ষার্থী শিহাবের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রের𓂃ণ করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।”