প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২২, ০২:৪৫ পিএম

প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়ে🌼ছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন রাজু (৩💙২), শাহীন (৩০) ও শা𓄧মীম (৩০)। আহত রাইসা (আড়াই বছর) নিহত রাজুর মেয়ে।

শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চি🦄ম পাশে টাঙ্গাইলমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপু♊র মহানগর পুলিশের উপকমিশনার মো. জাকির হাসান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশ দিয়ে একটি প্রাইভেট কার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় প্রাইভেটকারের যাত্রীরাও আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।