ঢাকার ধামরা😼ইয়ে বংশী নদীতে ভাসমান অবস্থায় রিতা আক্তার (২৫) নামে ♛এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার চৌহা�🙈�ট ইউনিয়নের পাড়াগ্রাম এলাকা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত রিতা আক্তার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নতুন কহেলা এলাকার আইয়ুব খানের মেয়ে ও মাহফু꧋জ খানের স্ত্রী ।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, দুপুরের দিকে ধামরাইয়ের বংশী নদীতে ভাসমান অবস্থায় রিতা আক্তার নামে এক গৃহবধুর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ওই ෴গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করে ময়ন💃াতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
এঘট🧔নায় ধামরাই থানায় একটি🍸 মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।