বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজের ৬ ঘণ্টা পর এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে নূর আক🌃্তার জুঁইয়ের মরদেহ উদ্ধার করা হয়🥃েছে।
বুধবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার সময় বিষয়ট🦄ি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকꦛর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।
জানা যায়, বুধব🧜ার বেলা ১২টার দিকে গোসল করতে নেমে মোস্তফা কাদে🍬রের স্ত্রী সেলিনা সিকদার (৩৫), দুই ছেলে আবদুল করিম (১৬) ও মাহাথির মোহাম্মদ (৯)। এসময় সাঁতার কেটে অন্যরা তীরে আসতে পারলেও ভাগ্নী নূর আক্তার জুঁই ও মোস্তফা কাদের নিখোঁজ হন।
তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন আক্তার জানা✨ন, দুপুরের পর থেকে ফায়ার ব্রিগেড, স্থানীয় জেলে, ডুবুরি দল ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। বিকেল পৌনে ৫টার দিকে নূর আক্তার (১৭) ও ৬টার দিকে মোস্তফা কাদের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়।
ওসি সাখাওয়াৎ হোসেন তপু জানান, বিকালে মরদেহ উদ্ধার করা🌄 হয়েছে। পরিবারের কাছে সেগুলো হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।