জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নে মাঝের পাড়া গ্রামে ব্রিজের নিচ থেকে সহির উদ্দিন (৫৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পু𒀰লিশ। নিহত সহির উদ্দিন সাধুরপাড়া ইউনিয়নের মাঝের পাড়া গ্রামের মৃত ইনছের আলী ছেলে। সোমবার বেলা ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার (ওসি) তদন্ত আব্দুর রহিম সত্যতা নিশ্চিত করে জানান, সহির উদ্দিন ঈদের দিন রাত ৮টার দিকে জারিগান শোনার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় অꦐনেক খোঁজাখুঁজির পর দুপুরে বাড়ির পাশের ব্রিজের নিচে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থে✱কে মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, ময🌃়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।