অর্ধগলিত লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১১, ২০২২, ০৭:২১ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলার হিন্দুবাঘা ‘বেইলি ব্রিজ’ নামক স্থানের জঙ্গলের ভ꧂েতর থেকে অর্ধগলিত অবস্থায় সুবল চন্দ্র রায় (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুবল চন্দ্র নওগাঁ সদরের মৃত নিতায় চন্দ্র রায়ের ছেলে।

জানা যায়, সোমবার (১১ꦜ জুলাই) বেলা ৪টার দিকে মহাদেবপুর উপজেলার  হিন্দুবাঘা ‘বেইলি ব্রিজ’ নামক স্থানে সড়কের ধারে শিকারপুর গ্রামের  মান্নান নামের এক কৃষক গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে গিয়ে জঙ্গলের ভেতরে একটি অজ্ঞাত-পরিচয় অর্ধগলিত লাশ দেখতে পান। ঘটনাটি মুহূর্তের মধ্যে প্রকাশ পেলে লাশ দেখার জন্য ঘটনাস্থলে ভিড় করেন শত শত লোক।

স্থানীয়রা পুলিশকে জানালে, পুলꦇিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে🍰ন।

অপরদিকে নিহতের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল📖ে এসে লাশ শনা🐼ক্ত করেন।

নিহতের দু’ ছেলে সমন রায় ও মানিক রায় বলেন, “আমার বাবা চাল ও আটার ডিলার ছিলেন। প্রায় ২০ দিন আগে বাবা স্টোক করলে চিকিৎসা করে তাকে সুস্থ করা হয়। এ🌠রপর তিনি গত বৃহস্পতিবার নিখোঁজ হোন। নিখোঁজের এ ঘটনায় গত ৮ জুলাই নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। আজ (সোমাবার) খবর পেয়ে💧 এখানে এসে বাবার অর্ধগলিত লাশ দেখতে পেলাম।”

ঘটনার সত্যতা নিশ্চিত ℱকরে মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল⭕ কালাম আজাদ জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া মৃত্যুরহস্য উদঘটনসহ আইনান🥀ুগ ব্যবস্থা 🐓প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।