বগুড়া শেরপুরের পুকুরꦆের পানিতে পড়ে আবির হোসেন নামের 🐈২ বছরের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) বিকাল ৪টার দ✱িকে সুঘℱাট ইউনিয়নের চাকপাহাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত আবির ওই গ্রামের আজিজুল হক বাবুর ছেলে।
ছেলের বাবা আজিজুল জানান, দুপুরে খাওয়া-দাওয়া শেষে আবির বাড়ির পাশে খেলা করছিল। এসময় অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যায়। তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। বিকেল চারটার দিকে খোঁজাখুঁজির এক পর্যায🀅়ে মা ও নাꦉনি পুকুরে তার লাশ ভাসতে দেখে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষꦕে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।