অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২২, ০৮:৪৫ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলার যাত্রীবাহী বাসꦆের চাপায় পিষ্ট হয়ে সাকিব হাসান (১৯) একজন মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে𓆉ছেন মোটরসাইকেল চালক সানি আহম্মেদ (১৭)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার  দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলা আড়িয়া ইউনিয়নে জামালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া আইআইটিবি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র ছিলেন। আহত সানি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমে⛄ক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ 🦋ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব ও সানি মোটরসাইকেলযোগে ওই উপজেলার জামালপুর থেকে বি-ব্লক এলাকায় যাচ্ছিলেন। এসময় বগুড়া থেকে ঢাকামুখী দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে তারা দুজনই মহাসড়কে ছিটকে 🥀পড়েন। ওই সময় বগুড়া থেকে ঢাকামুখী রাজবাড়ি পরিবহন নামে যাত্রীবাহী বাস সাকিবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে মহাসড়কে পড়ে থাকা সনিকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন স্থানীয়রা।

শেরপুর ꦰহাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ একেএম বানিউল আনাম জানান,ဣ দুর্ঘটনার শিকার বাস ও মোটরসাইকেল হেফাজতে নেওয়া হয়েছে।