শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২২, ০৬:৪৯ পিএম

জামালপুরের ইসলামপুর উপজেলায় উজ্জ্বল মিয়া নামে শিক্ষকের বিরুদ෴্ধে ধর্ষণ মামলা করা হয়েছে। 

শনিবার (২ জুলাই) এ মামলা করা হয়। অভিযুক্ত উজ্জ্বল মিয়া উপজꦓেলার ৪ নম্বর চর এলাকার শহিদ মণ্ডলের 🉐ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চর পুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকার চর বাজারস্থ ব্রাইট নেশন প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্𒅌রীকে (১২) ওই স্কুলের শিক্ষক উজ♔্জ্বল মিয়া বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে ২৬ জুন রাতে ওই ছাত্রীকে ধর্ষণ করেন উজ্জ্বল।

অবশেষে ২ জুলাই রাতে উজ্জ্বলকে আꦍ🐟সামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই ছাত্রীর ভাই।