শিক্ষক লাঞ্ছনা : ৪ জন ৩ দিন করে রিমান্ডে

নড়াইল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ০১:৪৩ পিএম

নড়াইল♛ের ඣমির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে সহিংসতা এবং অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেপ্তার ৪ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩ জুলাই) বেলা ১২টায় নড়াইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্🔥রেটের বিচারক আমাতুল মোর্শেদা এই আদেশ দেন।

এর আগে সকাল ১০টায় আসামি রহমতুল্লা বিশ্বাস রনি, শাওন খান, মনিরুল ইসಌলাম এবং সৈয়দ রিমনকে জেলা কারাগার থেকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে আদালতে আনা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুর র𓄧হমানের পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

১৮ জুনের ওই সহিংসতা এবং অধ্🉐যক্ষকে লাঞ্ছিত করার ঘটনার ১০ দিন পরে সোমবার (২৭ জুন) বিকেলে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৮০ জনের 🦹বিরুদ্ধে মামলা করে। ২৭ তারিখ রাতেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৯ জুন রাত ৯টার দিকে খুলনার বয়রা এলাকা থেকে মামলার অন্যতম আসামি রহমতউল্লাহ বিশ্বাস রনিকে (২২) গ্রেপ্তার করে নড়াইল জেলা পুলিশের একটি দল।

আরও সংবাদ