মাগুরায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২২, ০৩:৩৪ পিএম

মাগুরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারিতে দুই বছর বড় পরিসরে এই উৎসব পালন না করলেও এ বছর ব্যাপক আয়োজনে রথযাত্রা উৎসব পা꧅লন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

আয়োজক কমিটি জানায়, প্রাক♔ৃতিক দুর্যোগ উপেক্ষা করেই সনাতন ধর্মাবলম্বীরা জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টেনেছেন। প্রার্থনা করেছেন পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। এ জন্য সার্বিক মঙ্গল কামনায় করেছেন প্রার্থনা।

এদিকে রথযাত্রা উপলক্🧔ষে ইসকন মন্দিরে আয়োজন করা হয়েছে ধর্মীয় সংগীতানুষ্ঠানের।

মাগুরা শহরের ন্যাংটা বাবার আশ্রম, নতুন বাজার ছানা বাবুর বটতলা সর্বজনীন পূ🌳জা মন্দির, নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম, নতুন বাজার ইসকন মন্দিরে পৃথকভাবে এ রথযাত্রা উৎসব পালিত হয়েছে।