স্বামীর লাশ বাড়িতে আসার ৫ মিনিটেই স্ত্রীর মৃত্যু

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুন ২৯, ২০২২, ০৪:০৫ পিএম

প্রবাসী স্বামীর লাশ বাড়ির উঠানে দেখেই পাঁচ মিনিটের মধ্যে স্ত্রীও স্ট্𝄹রোক করে মারা যান। মায়ের মৃত্যু দেখে বড় ছেলেও স্ট্রোক করেন। মঙ্গলবার (২৯ জুন) রাতে সদর উপজেলার চর কালিদাস গ💎্রামে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

জানা যায়, প্রবাসী জামাল উদ্দিন মালদ্বীপে ২২ জুন (বুধবার) স্ট্রোক করে মারা যান। নানা চেষ্টা তদবিরের পর মঙ্গলবার (২৮ জুন) রাত ৯টায় তার লাশ গ্রামের বাড়ি চর কালিদাস গ্রাম𓃲ের নিজ বাড়িতে আন💯া হয়। লাশ দেখে নির্বাক হয়ে যান স্ত্রী খোদেজা বেগম। পাঁচ মিনিট পরেই স্ত্রীও স্ট্রোক করে মারা যান। এদিকে মায়ের এ অবস্থা দেখে বড় ছেলে আজাহারও স্ট্রোক করেন। তাকে হাসপাতালে রেখেই স্বজনরা জামালের মরদেহ কবর দেওয়ার ব্যবস্থা করেন। ছেলে একটু সুস্থ হলে মাকে কবর দেওয়ার সময় তাকে হাসপাতাল থেকে বাড়ি নেওয়া হয়।

স্থানীয় ফরহাদ নগরꦉ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন টিপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী মরদেহ দেখে ဣস্ত্রীর মৃত্যু এবং তা দেখে বড় ছেলে আজাহার স্ট্রোক করার ঘটনা হৃয়দ বিদারক।