দুই কেজি গাঁজাসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০৭:৩১ পিএম

দুই কেজ🦋ি গাঁজাসহ মো. রাশেদ হোসেন (ꦅ১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

সো🅷মবার (২৭ জুন) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি গ্রাম থেকে তাকে আটক করে র‌্যাব ৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

আটক রাশেদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার෴ বাঁশদহ কাজিপাড়া ওয়াপদা কালভার্ট সংলগ্ন এলাকার 🧸মো. আকরাম আলী দালালের ছেলে।

র‌্যাব ৬-এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন জানান, সদর উপজেলার আগরদাড়ি সীমান্ত এলাকায় কয়েক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে, এমন গোপন সংবাদের🐭 ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই কেজি গাঁজাসহ রাশেদ নামের ওই যুবককে হাতেনাতে আটক করা হয়।

এই র‌্যাব কর্মকর্তা আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদক꧒দ্রব্য আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়েছে।