শেরপুরে বাড়িতে ঢুকে মা-মেয়ে🌌সহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮টার দিকে শেরপুরের শ্রীবরদী💖 উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খো🥃শালপুর পুটল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেফালী বেগম, তার মেয়ে মনিরা বেগম ও মাহমুদ 🐼গ🎐াজী।
আহতরা হলেন শেফালীর স🎀্ব𒁃ামী মনু মিয়া, ছেলে শাহাদাৎ হোসেন ও বাচ্চুনী বেগম নামে আরেক নারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বোরকা পরা এক ব্যক্তি মনু মিয়ার বাড়িতে ঢুকেꦏ সবাই🍬কে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে হামলাকারী পালিয়ে যান।
শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী জানান, ঘটন⛦াস্থলেই মনিরা বেগমের মৃত্যু হয়। জামালপুর জেলার বকশীগঞ্জ হাসপাতালে নিলে মারা যান মনিরার মা শেফালী ও মাহমুদ। হামলার কারণ ও হামলাকারীকে শনাক্তে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা কাজ করছে।