নেত্রকোনা থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০২:৪০ পিএম

বন্যার পানির তোড়ে রেলের একটি সেতু ভেঙে যাওয়ার পাঁচ দিন পর বৃহস্পতিবার (২৩ জুন) পুনরায় সরাসরি ঢাকা-ময়মনসিংহ-নেত্রকোনা -মোহনগঞ্জ রেলপথ꧒ে আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল শুরু করেছে।

বা𒉰রহাট্টা স্টেশনমাস্টার গোলাম রব্বানী জানান, মোহনগঞ্জে আটকা পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস  ট্রেনট্রি আজ স𓃲কালে ছেড়ে যায় এবং আজ থেকে এ পথে যথারীতি ট্রেন চলাচল করে।

এর আগে গত ১৮ জুন সকালে জেলার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ইসলামপুরে ২৩ নম্বর রেলওয়ের ব্রিজটি বন্যার পানির তোড়ে ভেঙে যায়। এর ফলে এ পথে রেল-যাতায়াত বন্ধ হয়ে যায়। সেতু ভেঙে পড়ায় মোহনগঞ্জে আটকা পড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন এবং বাౠরহাট্টায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন।

ঘটনার এꦫক দিন পর বারহাট্টা স্টেশন থেকেই নেত্রকোনার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚহ সারা দেশের চলাচল করে ট্রেন।