সপ্তাহব্যাপী স্কুলভিত্তিক থিয়েটার কর্মশালা শুরু

পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২২, ১০:৪১ এএম

পটুয়াখালীতে সুন্দরম চিলড্রেনস থিয়েটারের আয়োজনে স্কুলের শিশুদের জন্য সপ্তাহব্যাপী থিয়েটার কর্মশালার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন পটুয়াখালী প্রেসক্লাব, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সুন্দরমের সাধারণ সম্পাদক, নাট্য নির্দেশক মুজ꧋াহিদ🌳 প্রিন্স। 

বুধবার (২২ জুন) বেলা ১২টায় জেলা শিশু একাডেমির মিলনায়তনে শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যাꦆলয়ে থিয়েটার দলের এই কর্মশালার উদ্বোধন পর্বে আরও উপস্থিত ছিলেন সুন্দরম নাট্যমঞ্চের সভাপতি, নাট্যশিল্পী ও সাংবাদিক নীনা আফরিন, সুন্দরমের কোষ🌠াধ্যক্ষ মরিয়ম মুক্তা, সুন্দরমের সদস্য অপূর্ব সরকার পার্থ, সুন্দরম চিলড্রেনস থিয়েটারের কার্যনির্বাহী সদস্য তোফায়েল আহমেদ পাপ্পু, চিলড্রেনস থিয়েটারের সভাপতি মৃদুল চক্রবর্তী জয়, সাধারণ সম্পাদক স্বপ্নীল দাস ও কার্যনির্বাহী সদস্য মো. শাহারিয়ার।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে শিশু-কিশোররা এত অল্প বয়সে মোবাইল আসক্ত ও মাদকাসক্ত হয়ে পড়ছে যা আগামীর জন্য হুমকিস্বরূপ। অধিকাংশ শ🌸িশু-কিশোর দিনে দিনে রোবট হয়ে যাচ্ছে। আবার সঙ্গীর দোষে কেউ কেউ চলে যাচ্ছে বিপথে। এই প্রজন্মটাকে সৃজনশীল করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এর জন্য থিয়েটার চর্চা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ইত্যাদি কাজের সঙ্গে জড়িত হওয়া প্রয়োজন। তাহলౠে আগামী প্রজন্ম সৃজনশীল হয়ে গড়ে উঠবে। সঠিক মানুষ হিসেবে নিজের সন্তানকে গড়ে তুলতে অবশ্যই প্রত্যেক অভিভাবকদের উচিত তাদের সন্তানকে থিয়েটারে পাঠানো।

সুন্দরম চিলড্রেন্স থিয়েটার সূত্র জানায়, মুজাহিদ প্রিন্সের হাত ধরে শিশুদের নাট্যচর্চায় সম্পৃক্ত করার লক্ষ্যে পটুয়াখালীতে ২০০৩ সালে সুন্দরম চিলড্রেনস থিয়েটারের যাত্রা শুরু হয়। ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত পটুয়াখালীতে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে এই সুন্দরম চিলড্রেনস থিয়েটার। ২০০৬ সালে বাংলাদেশ পিপলস থিয়েটারের সদস্য পদ লাভ করে সুন্দরম চিলড্রেন্স থিয়েটার। বাংলাদেশ টেলিভিশনের মঞ্চ নাটক অনুষ্ঠানে একাধিকবার নাটক পরিবেশন করে থাকে চিলড্রেনস থিয়েটার। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দুই বছর নিয়মিত নাট্যচর্চা থেকে একেবারেই বাইরে 𓂃ছিলো সংগঠনটি। তাই পূর্বের ধারাবাহিকতা রক্ষায় আবার পুনরায় এ বছর থেকে স্কুলভিত্তিক থিয়েটার কর্মশালার আয়োজন করেছে নাট্য সংগঠনটি।