রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন🍒 বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাইজাম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিশচন্দ্র ত্রিপুরা, তার ছেলে সুভাস ত্রিপুরা এবং ধনরা ত্রিপুরা। বুধবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে𓃲ন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়া๊রম্যান আতোমং মারমা।
আতোমং মারমা বলেন, “উপজেলার সাইজাম পাড়াটি দুর্গম এলাকা। সেখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের তিনটি পরিবার থাকে। মঙ্গলবার স🀅ন্ধ্যায় কুকি চিন পার্টি (বিচ্ছিন্নতাবাদী সংগঠন) তাদের🐈 ওপর হামলা করে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।”
তিনজনের মৃত্যুর বিষয়টি সত্য না মিথ্যা, তা এখনো নিশ্চিত করতে পারেননি জ෴েলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম।
মাহমুদা বেগম বলেন, “সাইজাম 🍒পাড়াটি দুর্গম। সেখানে পৌঁছানো কঠিন। হতাহতের ঘটনা শুনেছি। এ বিষয়ে তদন্ত চলছে।”
জানা যায়, রাঙামাটি ও বান্দরবান জেলার ছয়টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী (বম, পাংখুয়া, লুসাই, খুমি, ম্রো ও খিয়াং) নিয়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আ൲ত্মপ্রকাশ ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে পাহাড় দাপিয়ে বেড়াচ্ছে কেএনএফ।