বন্যার পানিতে নৌকাডুবি, নারীর মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: জুন ২১, ২০২২, ০৬:১৮ পিএম

নেত্রকোনার কেন্🐻দুয়ায় হাওরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে মোছা. জুলেখা বেগম (৩২) নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার জဣুড়াইল হাওরে এ ঘটনা ঘটে। জুলেখা জুড়াইল গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে ডি💫ঙ্গি নৌকাযোগে উপজেলার জুরাইল হাওরে বেড়াতে যান জুলেখা🌸সহ আরও ৭/৮ জন।

পরে হাওরের মাঝখানে নৌকায় পানি উঠে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতার💦 কেটে চলে গেলেও জুলেখা পানিতে ডুবে যান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত উদ্ধার করে।

কেন্দুয়া থানা🌳র এসআই মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে। স্বজনদের দাবিতে ময়নাতদ💧ন্ত ছাড়াই মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।